Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মৃত্যু নিবন্ধন রেজিষ্টার

জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্প

স্থানীয় সরকার বিভাগ

০৪ নং মুরাদপুর ইউনিয়ন

Subscribe to জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্প RSS

 

জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্প

http://br.lgd.gov.bd/sites/default/files/birth-cert-child.jpg ১৮৭৩ সালের ২রা জুলাই তদানীন্তন বৃটিশ সরকার অবিভক্ত বাংলায় জন্মনিবন্ধন সংক্রান্ত আইন জারী করে।কালের পরিক্রমায় ১১৮ বৎসরে ভৌগোলিক, রাজনৈতিক ও সেই সঙ্গে আইনের নানান পরিবর্তন সত্ত্বে ও দেশের তাবৎ মানুষ জন্মনিবন্ধনের আওতায় না আসায় ২০০১-২০০৬ সালে ইউনিসেফ-বাংলাদেশ এরসহায়তায় পাইলট প্রকল্পের মাধ্যমে দেশের ২৮ টি জেলায় ও ৪ টি সিটিকর্পোরেশনে জন্মনিবন্ধনের কাজ নতুন ভাবে আরম্ভ হয় । এরই ধারাবাহিকতায় ১৮৭৩ সালের আইন রদ ও  রহিত করে সরকার ২০০৪ সনের ৭ ডিসেম্বর ২৯ নং আইন অর্থাৎ জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪প্ রবর্তন করে।আইন টি২০০৬ সালের ৩ জুলাই হতে কার্যকর হয়।২০০১-২০০৬ সালের পাইলট প্রকল্পের শেষে প্রকল্প টি জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্প (২য়পর্যায়) নামে ২০০৭ সালে আরম্ভ হয়ে জুন ২০১২ সালে শেষ হয়  । বর্তমানে প্রকল্প টির ৩য় পর্যায়ের কার্যক্রম জুলাই ২০১২ থেকে শুরু হয়ে ২০১৪ সালের জুন মাস পর্যন্ত চলবে।প্রকল্পের আর্থিক সহায়তাকারী সংস্থা ইউনসেফ-বাংলাদেশ যার মোট বরাদ্দ ১৮০০.০০ লক্ষ টাকা। তন্মধ্যে  বাংলাদেশ সরকারের অংশ ১১০০.০০ লক্ষ টাকা ও প্রকল্প সাহায্য ৭০০.০০ লক্ষ টাকা।

জন্ম ও মৃত্যু নিবন্ধনে ফিস- এর হার

বিষয়

ফিসের হার

অনূর্ধ্ব আঠারৎসর বয়সীদের ব্যক্তিদের জন্ম নিবন্ধন

শূন্য

অন্যূন আঠারৎসর বয়সের ব্যক্তিদের জন্ম নিবন্ধন

৫০.০০টাকা

কোন ব্যক্তির মৃত্যু নিবন্ধন

শূন্য

জন্ম বা মৃত্যু সনদের মূল বাংলা বা ইংরেজী কপি সরবরাহ

শূন্য

জন্ম বা মৃত্যু সনদের বাংলা বা ইংরেজী দ্বি-নকল কপি সরবরাহ

২৫.০০টাকা

সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে  প্রদত্ত নিবন্ধন সনদে কোন ভুল বা গরমিল পরিলক্ষিত হলে নিবন্ধন সনদ এবং, ক্ষেত্রমত, নিবন্ধন বহি সংশোধন

১০.০০টাকা

 

জন্ম মৃত্যু নিবন্ধনের ফিসের হারের গেজেটের জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ

পৌরসভা

সিটি কর্পোরেশন

ক্যান্টনমেন্ট বোর্ড

    

 

বিআরআই এসসহায়তা

বইয়ের ছক

ব্যবহার কারী রছক

অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন গাইডলাইন

অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন অনুশীলন