স্থানীয় সরকার বিভাগ
০৪ নং মুরাদপুর ইউনিয়ন
১৮৭৩ সালের ২রা জুলাই তদানীন্তন বৃটিশ সরকার অবিভক্ত বাংলায় জন্মনিবন্ধন সংক্রান্ত আইন জারী করে।কালের পরিক্রমায় ১১৮ বৎসরে ভৌগোলিক, রাজনৈতিক ও সেই সঙ্গে আইনের নানান পরিবর্তন সত্ত্বে ও দেশের তাবৎ মানুষ জন্মনিবন্ধনের আওতায় না আসায় ২০০১-২০০৬ সালে ইউনিসেফ-বাংলাদেশ এরসহায়তায় পাইলট প্রকল্পের মাধ্যমে দেশের ২৮ টি জেলায় ও ৪ টি সিটিকর্পোরেশনে জন্মনিবন্ধনের কাজ নতুন ভাবে আরম্ভ হয় । এরই ধারাবাহিকতায় ১৮৭৩ সালের আইন রদ ও রহিত করে সরকার ২০০৪ সনের ৭ ডিসেম্বর ২৯ নং আইন অর্থাৎ জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪প্ রবর্তন করে।আইন টি২০০৬ সালের ৩ জুলাই হতে কার্যকর হয়।২০০১-২০০৬ সালের পাইলট প্রকল্পের শেষে প্রকল্প টি জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্প (২য়পর্যায়) নামে ২০০৭ সালে আরম্ভ হয়ে জুন ২০১২ সালে শেষ হয় । বর্তমানে প্রকল্প টির ৩য় পর্যায়ের কার্যক্রম জুলাই ২০১২ থেকে শুরু হয়ে ২০১৪ সালের জুন মাস পর্যন্ত চলবে।প্রকল্পের আর্থিক সহায়তাকারী সংস্থা ইউনসেফ-বাংলাদেশ যার মোট বরাদ্দ ১৮০০.০০ লক্ষ টাকা। তন্মধ্যে বাংলাদেশ সরকারের অংশ ১১০০.০০ লক্ষ টাকা ও প্রকল্প সাহায্য ৭০০.০০ লক্ষ টাকা।
জন্ম ও মৃত্যু নিবন্ধনে ফিস- এর হার
বিষয় | ফিসের হার | ||
---|---|---|---|
অনূর্ধ্ব আঠার বৎসর বয়সীদের ব্যক্তিদের জন্ম নিবন্ধন | শূন্য | ||
অন্যূন আঠার বৎসর বয়সের ব্যক্তিদের জন্ম নিবন্ধন | ৫০.০০টাকা | ||
কোন ব্যক্তির মৃত্যু নিবন্ধন | শূন্য | ||
জন্ম বা মৃত্যু সনদের মূল বাংলা বা ইংরেজী কপি সরবরাহ | শূন্য | ||
জন্ম বা মৃত্যু সনদের বাংলা বা ইংরেজী দ্বি-নকল কপি সরবরাহ | ২৫.০০টাকা | ||
সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে প্রদত্ত নিবন্ধন সনদে কোন ভুল বা গরমিল পরিলক্ষিত হলে নিবন্ধন সনদ এবং, ক্ষেত্রমত, নিবন্ধন বহি সংশোধন | ১০.০০টাকা | ||
| |||
জন্ম ও মৃত্যু নিবন্ধনের ফিসের হারের গেজেটের জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন | |||
বিআরআই এসসহায়তা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস